লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি, ক্রীড়া, সাধারণ জ্ঞান, রচনা ও ক্বেরাতসহ মোট ১০টি ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এতে মোট ২২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে হিফজ বিভাগে ১৪ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন এবং আমপারা বিভাগে ২০ জন শিক্ষার্থীকে আমপারা সবক দেয়া হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালিউর রহমান চিশতীর সভাপতিত্বে বক্তব্য এতে রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, উপজেলা মাধ্যমিক অফিসার মো: মোস্তফা, টুমচর ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, প্রফেসর জেড এম ফারুকী, জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও নোয়াখালী জোন ইন্সপেক্টর ইকরামুল হক, মেজবাউর রহমান চিশতী, প্রফেসর মো: শাহজাহান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক মো: সোহেল রানা প্রমুখ।
সবক প্রদান করেন মান্দারী বড় মসজিদের খতিব মাহবুবুর রহমান মাদানী।
এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজনে আনন্দঘন পরিবেশে শিশুদের অংশগ্রহণে মঞ্চে সঞ্চালনা, কবিতা, হামদ-নাত পরিবেশন করা হয়।
আইএ







































