• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন ৫৬ এজেন্সিকে ওমরাহ কার্যক্রমে অনুমোদন দিল সরকার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৫, ০৩:২৫ পিএম
নতুন ৫৬ এজেন্সিকে ওমরাহ কার্যক্রমে অনুমোদন দিল সরকার

ছবি : সংগৃহীত

ঢাকা: আরবি ১৪৪৭ হিজরি সালে ওমরাহ কার্যক্রমে ৫৬টি এজেন্সিকে শর্তসাপেক্ষে ওমরাহ কার্যক্রমের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়। এটি পবিত্র ওমরাহ পরিচালনার জন্য অনুমোদিত ওমরাহ এজেন্সির চতুর্থ তালিকা।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই তালিকার শর্তবলীর মধ্য রয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সুষ্ঠু ওমরাহ ব্যবস্থাপনা পরিচালনার সুবিধার্থে সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি বা সমঝোতা স্মারকের সহিত সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ওমরাহ এজেন্সিসমূহ সরকার অনুমোদিত নির্দিষ্টকৃত কোটা অর্থাৎ ১০০০ (এক হাজার) জন ওমরাহযাত্রীর অতিরিক্ত প্রেরণ করতে পারবে না।

পিএস

Wordbridge School
Link copied!