• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিমেইলে অপ্রয়োজনীয় ইমেইল আসা ঠেকাতে...


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জানুয়ারি ৫, ২০২২, ০৩:৩০ পিএম
জিমেইলে অপ্রয়োজনীয় ইমেইল আসা ঠেকাতে...

ঢাকা : অনেক সময় জিমেইল অ্যাকাউন্টের ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ইমেইলে। এসব মেইল থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ইমেইলটি খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।

তবে ‘জিমেইল অটোডিটেকশন’ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনবক্সে অপ্রয়োজনীয় ইমেইল আসা বন্ধ করা যায়। এছাড়া ইনবক্স থেকে পুরোনো ইমেইলগুলোও মুছে ফেলা যায়।

স্বয়ংক্রিয়ভাবে ইনবক্স খালি করার জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টের সার্চ বারের পাশে থাকা ফিল্টার আইকনে ক্লিক করতে হবে।

এবার ওপরের দিকে থাকা ‘ফ্রম’ অপশনে আপনার কাছে আসা অপ্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ইমেইল ঠিকানা লিখতে হবে। এবার ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে ‘ডিলিট ইট’ বেছে নিলেই এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো কোনও ইমেইল আসবে না।

ইনবক্সে জমে থাকা পুরানো ইমেইলগুলোও মুছে ফেলা সম্ভব। এজন্য সার্চ বারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ইমেইল ঠিকানা লিখে ‘অল’ অপশন নির্বাচন করতে হবে। এবার ট্র্যাশ বিন বা ডিলিট আইকনে ক্লিক করলেই তাদের কাছ থেকে আসা সব ইমেইল মুছে যাবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!