• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন?


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মার্চ ৩, ২০২৫, ১২:৩৪ পিএম
সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন?

ঢাকা: বর্তমান সময়ে প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করেন। অনেকের কাছে আবার একাধিক ফোন থাকে। তবে এটি তখনই কাজের হয়ে উঠবে, যখন সক্রিয় সিম কার্ড থাকবে। যোগাযোগ ব্যবস্থার কারণে খুবই গুরুত্বপূর্ণ অংশ এই সিম কার্ড। তেমনি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের জন্যও।

সিম কার্ডের আকৃতি নিশ্চয়ই খেয়াল করেছেন। প্রায় সবার মনেই একটা প্রশ্ন জাগে, সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন? কিন্তু কখনো গভীরভাবে ভাবা হয়নি যে এর কারণ মূলত কী। চলুন, জেনে নেওয়া যাক—

সিম কার্ডের এক কোনা কাটা থাকার প্রধান কারণ হলো, এই এক কোনা কাটা দেখেই সহজেই বোঝা যায় সিম কার্ডটি মোবাইলে কিভাবে সেট করতে হবে। সিম কার্ডের মধ্যে একটি চিপও থাকবে।

যার মধ্যে আপনার সমস্ত তথ্যও থাকে। সিম কার্ড ভুল ভাবে সেট করলে তা কাজই করবে না। ফলে মোবাইল থেকেও লাভ নেই। এই কারণের পাশাপাশি টেকনিক্যাল নিরাপত্তারও ব্যাপার রয়েছে। মোবাইলের নির্দিষ্ট জায়গায় এটি সেট করতে না পারলে ফোনও যেমন খারাপ হতে পারে, তেমনি সিমও কোনো কাজের থাকবে না।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিম কার্ডের জন্য একটি নির্দিষ্ট ডিজাইন ঠিক করে দিয়েছে। সেই অনুযায়ীই সিমের আকৃতি এমন করা হয়ে থাকে। এক কোনা কাটার বিষয়ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই ঠিক করা। যাতে যেকোনো কম্পানির ফোনেই ব্যবহার করা যায়।
 
তবে সবকিছুর মূলে প্রধান লক্ষ্য সাবস্ক্রাইবার স্বচ্ছন্দবোধে। তাদের যাতে সিম সেট করতে কোনোরকম সমস্যা না হয়, সে কারণে এটিকে একটি চিহ্নও বলা যায়। অতিরিক্ত ভাবনা চিন্তা ছাড়া সকলেই সহজে সিম সেট করতে পারেন ফোনে। নেটওয়ার্ক ও ডিভাইসের নিরাপত্তাও সুনিশ্চিত হয়।

ইউআর

Wordbridge School
Link copied!