• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এ সপ্তাহেই নতুন পণ্য আনছে অ্যাপল?


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মার্চ ৪, ২০২৫, ০৪:০১ পিএম
এ সপ্তাহেই নতুন পণ্য আনছে অ্যাপল?

ঢাকা : এ সপ্তাহে নতুন একটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল— এমনই ইঙ্গিত দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক।

এতে আনা পণ্য কী হতে পারে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে সংক্ষিপ্ত এক ভিডিও শেয়ার করে কুক লিখেছেন, এই সপ্তাহে” কিছু ঘটবে। এ সময় “সামথিং হ্যাপেনিং ইন দ্য এয়ার” ট্যাগলাইনটি ব্যবহার করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে এ নতুন পণ্যটি হতে পারে নতুন ‘ম্যাকবুক এয়ার’। ডিভাইসটিতে কোম্পানিটির সর্বশেষ ‘এম ৪’ চিপ থাকতে পারে। পাশাপাশি অতিরিক্ত র‌্যাপ ও আরও ডিসপ্লে’সহ নানা আপডেট নিয়ে উন্মোচন হতে পারে পণ্যটি।

২০০৮ সালে প্রথম ম্যাকবুক এয়ার চালুর সময়ও “সামথিং ইন দ্য এয়ার” ট্যাগলাইনটি ব্যবহার করেছিল অ্যাপল।

‘ম্যাকবুক এয়ার’-এর সঙ্গে যৌথভাবে নতুন ‘আইপ্যাড এয়ার’ও আনতে পারে অ্যাপল। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপল স্টোরে ট্যাবলেট কম চলছে। তাই বড় কিছু আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। জোড়া পণ্য আনার পরিকল্পনাও ঘোষণা দিতে পারে অ্যাপল।

কোম্পানিটির সর্বশেষ ‘আইপ্যাড এয়ার’ ২০২২ সালের মে মাসে চালু করেছিল আইফোন নির্মাতা কোম্পানিটি। তবে এতে কোম্পানিটির নিজস্ব ‘এম ২’ চিপ ব্যবহার করেছিল অ্যাপল। তাই ডিভাইসটিকে আপডেট করার ও এতে নিজেদের সর্বশেষ চিপ ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে কুপারটিনোভিত্তিক এ কোম্পানিটি।

এসব নতুন পণ্য কীভাবে উন্মোচন করবে সে সম্পর্কে এক্স পোস্টে কোনও তথ্য দেননি কুক। তবে তার পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে আইফোনের মতো বড় বিভিন্ন পণ্যের জন্য কোম্পানি যে ধরনের ইভেন্ট আয়োজন করে সে ধরনের কোনও ইভেন্ট হবে না এটি।

ইন্ডিপেনডেন্ট লিখেছে, নিজেদের ওয়েবসাইটে একটি ছোট ভিডিওর আকারে উন্মোচন হতে পারে এসব পণ্য।

এমটিআই

Wordbridge School
Link copied!