ঢাকা: ৭ আগস্ট ওপেনএআই উন্মুক্ত করেছে তাদের সর্বশেষ এআই মডেল জিপিটি-৫। সব দিক বিবেচনায় পুরনো মডেলগুলোর চেয়ে কয়েক গুণ এগিয়ে জিপিটি-৫—এমনটাই দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। নতুন ফিচারের পাশাপাশি আরো কয়েকটি কারণে জিপিটি-৫ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প কার্ড।
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটির পেছনে রয়েছে বেশ কিছু এআই মডেল। প্রতিটি মডেলের বিশেষত্ব ও ফিচার আলাদা। নতুন মডেল প্রকাশকে তাই চ্যাটজিপিটির নতুন সংস্করণ বলা যেতে পারে। জিপিটি-৫ প্রকাশের মাধ্যমে ফিচারে ও যুক্তিতর্কে আরো একধাপ এগিয়ে গেছে চ্যাটজিপিটি।
কেন জিপিটি-৫ আলাদা-
জিপিটি-৪ও এবং জিপিটি ৪.১ ছিল চ্যাটজিপিটির সর্বশেষ দুটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। গভীর চিন্তা ও যুক্তিতর্ক দিয়ে গবেষণাধর্মী উত্তর দেওয়ায় পারদর্শী তারও আগের মডেল জিপিটি-৪.৫। মানবিক ও আবেগপূর্ণ ভাষায় সহজ করে উত্তর দেওয়ায় পারদর্শী ৪ও। বেশির ভাগ ব্যবহারকারী ৪ও ব্যবহার করে।
কিছু ক্ষেত্রে ও৩ বা ও৪ মডেলগুলোও ব্যবহারের প্রয়োজন হতো। এত মডেলের নাম ও কাজ মনে রাখা বেশ বিরক্তিকর। স্যাম অল্টম্যানের চাওয়া ছিল, একটি মডেলেই যাতে চ্যাটজিপিটির সব ফিচার ব্যবহার করা যায়। সে লক্ষ্যেই তৈরি জিপিটি-৫।
দুই ধরনের জিপিটি মডেল, ‘ও’ এবং ‘সংখ্যা’ সিরিজ একত্রিত করে তৈরি করা হয়েছে এটি। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কেমন উত্তর দেওয়া উচিত, সেটা নতুন মডেলের চ্যাটজিপিটি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।
নতুন কী আছে-
সবচেয়ে বড় পরিবর্তন, চ্যাটজিপিটি এখন আরো দ্রুত উত্তর দিতে পারবে। উত্তরের মধ্যে ভুল তথ্য এবং হেলুসিনেশনের পরিমাণও থাকবে কম। পরিবর্তন আনা হয়েছে লেখার ভাষায়ও।
চ্যাটজিপিটির ভাষার মধ্যে আর ‘এআই টোন’ দেখা যাবে না। জটিল প্রশ্ন করা হলে সেটি যুক্তিতর্কের মাধ্যমে চিন্তা-ভাবনা করে ছোট ছোট ধাপে উত্তর দেবে জিপিটি-৫। স্যাম অল্টম্যান বলেছেন, ‘জিপিটি-৫-এর সঙ্গে কথোপকথনে মনে হবে আপনি কোনো ডক্টরেট ডিগ্রিধারী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন। জটিল বিষয়বস্তু সুন্দর ও সহজ করে বুঝিয়ে দিতে সক্ষম এটি।’
কোডিংয়েও বেশ এগিয়েছে। জিপিটি-৫ কোডিংয়ে কতটা পারদর্শী, সেটা প্রমাণ দেখাতে গিয়ে একটি ফ্রেঞ্চ ভাষা শেখার পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরির লাইভ ডেমো দেখিয়েছে ওপেনএআই। মাত্র দুটি প্যারাগ্রাফে লেখা বিবরণ থেকে পুরো ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছে এটি। ফ্রেঞ্চ ভাষাজ্ঞান পরীক্ষা করার জন্য ওয়ার্ড পাজল এবং ভোকাবুলারি পরীক্ষাও সাইটটিতে যুক্ত করেছে জিপিটি-৫, বাড়তি ইনপুট ছাড়াই। ওপেনএআইয়ের দাবি, জিপিটি-৫ এতটাই নির্ভুল কোড লিখতে সক্ষম যে ভবিষ্যতে সফটওয়্যার তৈরির জন্য কোডিংয়ের প্রয়োজন একেবারেই থাকবে না।
এআই সেবাগুলোর মধ্যে এখন আলোচিত ফিচার ‘রিজনিং’ বা যুক্তিতর্ক। জিপিটি-৫ কিভাবে চিন্তা করছে, কোন যুক্তিতে উত্তর তৈরি করছে—ব্যবহারকারীরা চাইলে সেটা দেখতেও পারবে। চীনা এআই ‘ডিপসিক’ প্রথম বিনা মূল্যে এ ফিচারটি চালু করেছে, এর পর থেকে প্রতিটি এআই সেবাদানকারী প্রতিষ্ঠান নিজেদের এআইয়ের মধ্যে এটিকে যুক্ত করতে শুরু করে। তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব লগ এআইয়ের যুক্তিতর্কের সরাসরি প্রতিফলন নয়। এআই আসলে ঠিক কিভাবে চিন্তা করে সেটা বাইরে থেকে জানার উপায় নেই।
জিপিটি-৫-এর ভাষা আগের চেয়ে অনেক মানবিক করা হয়েছে, বলেছেন স্যাম অল্টম্যান। ‘বলে আসলে বোঝানো সম্ভব নয় চ্যাটজিপিটির সঙ্গে কথা বললে বুঝতে পারবেন’, বলেন তিনি। ভয়েস চ্যাটের মানও আগের চেয়ে অনেক বেড়েছে, এখন আর ‘রোবটিক’ টোন নেই বললেই চলে। চ্যাটজিপিটি সাধারণত হাসিখুশিভাবে উত্তর দেয়, এখন থেকে ব্যবহারকারীরা সেটি পাল্টে নিতে পারবে। একেবারে রোবটিক ভাষা অথবা ব্যবহারকারীকে কটাক্ষ করে কৌতুক করা—দুটোতেই সমান পারদর্শী জিপিটি-৫। মোট পাঁচ ধরনের টোনে কথা বলতে পারবে চ্যাটজিপিটি। ওপেনএআই কিছুদিন ধরে ‘মানডে’ নামের একটি চ্যাটবট পরীক্ষা করছিল, যে ব্যবহারকারীদের সরাসরি আঘাত করে কথা বলে। অনেকে এর ব্যক্তিত্ব এতটাই পছন্দ করেছে যে এখন মূল চ্যাটজিপিটির মধ্যেই তেমন ব্যক্তিত্ব ব্যবহারের ফিচার যুক্ত করা হয়েছে।
সুপার ইন্টেলিজেন্স নয়-অনেকেই ধারণা করেছিল, জিপিটি-৫ হয়তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হবে, যা মানুষের সমকক্ষ। ওপেনএআই সাফ জানিয়ে দিয়েছে, চ্যাটজিপিটি কোনোভাবেই মানুষের সমকক্ষ নয়, বরং সাহায্যকারী টুলস মাত্র। তবে স্যাম অল্টম্যান আশা করছেন, আগামী দশকের মধ্যে হয়তো এমন এআই তৈরি হতেও পারে।
পুরনো মডেল এখন মুক্ত সোর্স-
জিপিটিওএসএসএ, অর্থাৎ ওপেন সোর্স প্রজেক্টের মাধ্যমে বর্তমান জিপিটি-ও৪ মিনি-এর মুক্ত সোর্স সংস্করণ প্রকাশ করেছে ওপেনএআই। এখন থেকে জিপিটি-৫ হবে চ্যাটজিপিটির মূল মডেল, তাই বর্তমান মডেল মুক্ত সোর্স করলে তাদের ব্যাবসায়িক লোকসান নেই। যেকোনো ব্যক্তি চাইলে নিজস্ব কম্পিউটারে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবে ইন্টারনেট সংযোগ ছাড়াই। মাসিক ফির প্রয়োজনও নেই। যারা ৮০জিবি মেমরিসমৃদ্ধ জিপিইউতে চালাবে, তারা বর্তমান চ্যাটজিপিটি-৪ও-এর কাছাকাছি পারফরম্যান্স আশা করতে পারে। তবে কিছুটা কম ফিচারে সমস্যা না থাকলে ১৬জিবি মেমরিযুক্ত জিপিইউতেও চলবে চ্যাটজিপিটির ছোট সংস্করণ।
এআই দুনিয়ায় প্রভাব-
জিপিটি-ওএসএস প্রজেক্টের মাধ্যমে চীনা এআই ডিপসিকের শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে ওপেনএআই। জিপিটি-৫ প্রকাশ না হওয়া পর্যন্ত ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে জিপিটি-৪ সিরিজটি প্রকাশ করতে চায়নি এ প্রতিষ্ঠান। ডিপসিকের প্রতিটি মডেল মুক্ত সোর্স, সহজেই নিজের সার্ভারে চালানো যায় বিনা মূল্যে—এটাই ছিল ডিসপিকের জনপ্রিয়তার পেছনে বড় চালিকাশক্তি। এখন হয়তো অনেক প্রতিষ্ঠান আবারও জিপিটি ব্যবহার শুরু করবে।
এর মধ্যেই মাইক্রোসফটের প্রতিটি কো-পাইলট সেবায় জিপিটি-৫ ব্যবহার শুরু হয়েছে। গিটহাব কো-পাইলটের মধ্যে জিপিটি-৫-এর পারফরম্যান্স দেখে অনেক ব্যবহারকারী প্রশংসা করেছে। তবে এ বিষয়ে ইলন মাস্ক বলেছেন উল্টো কথা। কো-পাইলট ব্যবহারের ফলে মাইক্রোসফটের প্রতিটি সেবা এখন হয়ে পড়েছে ওপেনএআই নির্ভর। সেই সূত্রে তিনি এক্সে পোস্ট করেছেন ‘মাইক্রোসফটকে চিবিয়ে খেয়ে ফেলবে ওপেনএআই’।
কারা ব্যবহার করতে পারবে-
বিনা মূল্যে ব্যবহার করা যাবে জিপিটি-৫। তবে ফ্রি ব্যবহারকারীরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ কাজে জিপিটি-৫ ব্যবহার করতে পারবে। যারা প্লাস বা প্রো সাবস্ক্রিপশনের গ্রাহক, তাদের জন্য জিপিটি-৫-এর সব ফিচার পুরোপুরি উন্মুক্ত। তবে প্রো সাবস্ক্রিপশন ছাড়া আনলিমিটেড ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত ব্যবহারের জন্য প্লাস এখনো যথেষ্ট। পর্যায়ক্রমে প্রত্যেক ব্যবহারকারীই জিপিটি-৫ ব্যবহার করতে পারবে।
ইউআর







































