• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যাটিংয়ে বাংলাদেশ

শুরুতেই ধাক্কা, শূন্য রানে ফিরলেন লিটন


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০২১, ০১:৩৭ পিএম
শুরুতেই ধাক্কা, শূন্য রানে ফিরলেন লিটন

ফাইল ছবি

ঢাকা : স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলংকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে দুই দল। রোববার (২৩ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয় দুপুর একটায়। 

তবে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান। তামিম ১১ ও সাকিব ১২ নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারে একটি চার হাঁকান তামিম। তিনি দেখেশুনে খেললেও ব্যর্থ লিটন। নিজের খেলা তৃতীয় বলে কোনো রান না করেই স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। বোলার ছিলেন দুশমন্থ চামিরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা, ডি সিলভা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুশমন্থ চামিরা। 

সোনালীনিউজ/এমএএইচ

 

Wordbridge School
Link copied!