• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

এক মেসিতে প্যারিসের শেয়ার বাজারও চাঙ্গা


ক্রীড়া ডেস্ক আগস্ট ৯, ২০২১, ০৫:১৬ পিএম
এক মেসিতে প্যারিসের শেয়ার বাজারও চাঙ্গা

ঢাকা: মেসি পিএসজিতে আসছেন, এই এক খবরেই ক্লাবটির মাঠ ও মাঠের বাইরে প্রভাব পড়া শুরু হয়ে গেছে। মেসি আসার খবরে পিএসজির ফ্যান টোকেনের মূল্য বেড়ে গেছে ৪৩ শতাংশ। 

করোনার কারণে অনেক ক্লাব এই ফ্যান টোকেন ব্যবস্থার দিকে আগ্রহী হয়েছে। এদিকে হু হু করে দাম বাড়তে শুরু করেছে ফরাসি ফুটবলের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দামও। প্যারিসের ক্লাবটিতে সাবেক বার্সেলোনা অধিনায়ক যোগ দিলে বাড়বে ফরাসি ফুটবলের জনপ্রিয়তা। একই কারণে বাড়তে পারে টিভি দর্শকের সংখ্যাও। দুইয়ে মিলিয়ে শেয়ার বাজারে এই প্রভাব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁর শেয়ারের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। টিভি গ্রুপ টিএফওয়ান এবং চ্যানেল প্লাসের মালিক ভিভেন্দির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৩ ও দশমিক ২ শতাংশ।

মেসির বিদায়ী সংবাদ সম্মেলনের ভাষ্য অনুযায়ী, পিএসজিতে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে। অবশ্য অন্য কয়েকটি দলের কাছ থেকেও তিনি প্রস্তাব পেয়েছেন বলে জানান আর্জেন্টাইন তারকা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!