• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ওরা ৮ জন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০২১, ০১:১৬ পিএম
প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ওরা ৮ জন

ফাইল ছবি

ঢাকা : আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ৩ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিবে টাইগার ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ সময় বেধে দিয়েছে আইসিসি। তার আগে আজ (সোমবার) নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

লিটন, নাঈম, আফিফ, শামিম, মেহেদি, সাইফ, শরিফুল ও নাসুম

 

আরও পড়ুন : বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

এদিকে সাম্প্রতিক সময়ে যারা জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে খেলছেন তাদের নিয়েই দল সাজানো হয়েছে। মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক অনুমিতভাবেই দলে আছেন। এর আগে বিশ্বকাপের ছয়টি আসরেই খেলেছেন তারা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে আট ক্রিকেটারের। লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ প্রথমবার খেলতে যাচ্ছেন বিশ্বকাপে।

আরও পড়ুন : বিশ্বকাপে তামিমকে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

সৌম্য সরকার, কাজী নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। স্ট্যান্ডবাই হিসেবে দলে থাকা রুবেল হোসেন তিনটি (২০০৯, ২০১০, ২০১৪) বিশ্বকাপ খেলেছেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব প্রথমবার ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

রিজার্ভ: আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!