• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগ: রাতে কার খেলা, কখন


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০২১, ০৪:০৩ পিএম
চ্যাম্পিয়নস লিগ: রাতে কার খেলা, কখন

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে হাইভোল্টেজ সব ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ইউরোপ সেরার লড়াইয়ে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, পিএসজি, অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানসিটির মতো জায়ান্ট দলগুলো।

ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বেলজিময়ামের ক্লাব ব্রুজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০.৪৫ মিনিটে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লিপজিগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১.০০ টায়। 

গ্রুপ বি’ এর ম্যাচে মুখোমুখি হবে সম্প্রতি সময়ে উড়তে থাকা স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ইংলিশ জায়ান্ট লিভারপুল। স্পেনে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ১.০০ টায় সালাহ্, ফিরমিনোদের আতিথ্য দিবে অ্যাথলেটিকো মাদ্রিদ।

একই গ্রুপের ম্যাচে একই সয়মে পর্তুগালে তাদের ক্লাব পোর্তোর বিপক্ষে খেলবে ইতালিয়ান ক্লাব এসি মিলান। গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ইতালিয়ান জায়ান্টরা।

গ্রুপ সি’ এর ম্যাচে দুই ম্যাচে দুটিতে জয় নিয়ে গ্রুপের শীর্ষে থাকা আয়াক্স লড়বে সমান পয়েন্ট নিয়ে দ্বিতয়ী অবস্থানে থাকা বুরশিয়া ডটমুন্ডের বিপক্ষে। ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ১.০০ টায়।
 
গ্রুপ সি’ এর অন্য ম্যাচটিতে বেসিকতাসের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং লিসবন। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে। গ্রুপ ডি এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১.০০ টায়। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!