• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবেন মাহমুদউল্লাহ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০২১, ০৭:০৭ পিএম
বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবেন মাহমুদউল্লাহ

ঢাকা:  বাংলাদেশ চেয়েছিল শেষটা অন্তত জয়ে রাঙাতে। কিন্তু মুখের কথা বুমেরাংয়ের মতো ফিরে এলো। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটাও হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ।

মূল পর্বে ৫ ম্যাচ খেলে দল হারল পাঁচটিতেই! বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে তিন জয় তাদের।

এদিকে বিশ্বকাপের ভরাডুবির পর বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক পদে থাকবেন কি না সেই সিদ্ধান্ত নিজের নয় বলে মন্তব্য করেছেন।

সাদা পোশাকে নিজেকে প্রমাণ করলেও টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সও ভালো নয়। এবারের বিশ্বকাপ তেমন কিছুই বলছে। ৮ ইনিংসে ১৬৯ রান, গড় ২৮.১৬, স্ট্রাইক রেট ১২০.৭১। সঙ্গে দলীয় ব্যর্থতা, অধিনায়কত্বের ব্যর্থতা তো আছেই। সব মিলিয়ে এ ফরম্যাটেও খারাপ সময় দেখে ফেলেছেন। তাহলে কি এবার বিদায় বলবেন? এমন প্রশ্ন করা হলে হাসিমুখে মাহমুদউল্লাহ জবাব দিয়েছেন, ‘না। এই মুহূর্তে ওরকম কিছু (টি-টোয়েন্টি থেকে অবসর) চিন্তা করছি না।‘

তবে তার দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কত্ব ঠিক করবে। মাহমুদউল্লাহ বলেছেন, ‘অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখার। পারফরম্যান্স আদায় করার জন্য। সম্ভবত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল। পারফরম্যান্স আদায় করতে পারিনি। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসলে বোর্ড দেবে। এটা আমার হাতে নেই।’ 

জিম্বাবুয়ের হারারেতে ১৬ মাস পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরির পরপরই ম্যাচের তৃতীয় দিন ড্রেসিংরুমে নিজের অবসরের ঘোষণা দেন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। কাছের মানুষদের বলেছিলেন, ‘নিজেকে প্রমাণ করে বিদায় বলেছেন তিনি।’ 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!