• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা নাকি ইংল্যান্ড, হেড টু হেডে কারা এগিয়ে 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৬, ২০২১, ০৩:৩০ পিএম
দক্ষিণ আফ্রিকা নাকি ইংল্যান্ড, হেড টু হেডে কারা এগিয়ে 

ঢাকা: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার শক্ত প্রতিপক্ষ হতে যাচ্ছে ইংল্যান্ড। প্রায় +৩.১৮৩ রান রেট নিয়ে ইংল্যান্ড এখন সেমি ফাইনালে পৌঁছার দ্বারপ্রান্তে।

ইংল্যান্ড গ্রুপ পর্যায়ের চার ম্যাচ জিতেছে। এদিকে নেট রান রেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার পরেই দক্ষিণ আফ্রিকার অবস্থান। তাদের পায়েন্ট ৬।

সেমিতে যাওয়ার লড়াইটা হবে মূলত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। এক্ষেত্রে যদিও অস্ট্রেলিয়ার নেট রান রেট বেশি। তবে উভয় দলের পয়েন্ট ৬। এছাড়া তারা দু’দল সমান তিন ম্যাচেই জয় পেয়েছে। এখন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলেই কেবল দক্ষিণ আফ্রিকার সেমির আশা থাকবে।

ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হলেন জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টো ও অধিনায়ক ইয়ন মরগান। তারা যেকোনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এদিকে জস বাটলার আছেন ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর, তিনি এখন একমাত্র ইংলিশ ক্রিকেটার যিনি সকল ফরমেটে সেঞ্চুরি করেছেন।

অন্যদিকে ইংলিশ বোলিং সাইডে আছেন স্পিনার মঈন আলি ও আদিল রশিদ। তারা তাদের কাজে খুই অভিজ্ঞ। এছাড়া ইংলিশ পেস বোলিংয়ের নেতৃত্ব দিবেন ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও লিয়াম লিভিংস্টোন।

যদিও সাম্প্রতিক ফর্মে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে প্রোটিয়ারা। তবুও তারা নির্ভর করছেন অভিজ্ঞ ব্যাটসম্যান টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন ও ডেভিড মিলারের ওপর। তারা নিজেদের দিনে কতটা যে ভয়ঙ্কর তা ক্রিকেট বোদ্ধারা ভালো করেই জানেন।

অপরদিকে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে আছেন টি-২০ ফরমেটের শীর্ষ বোলার তাবরেজ শামসি। এছাড়া অ্যানরিচ নর্টজে ও ডোয়াইন প্রিটোরিয়াসও এখন ফর্মে আছেন। 

দেখে নিন দুই দলের টি-টোয়েন্টির সমীকরণ 

দুই দলের মুখোমুখি লড়াই মোট ২২ ম্যাচে
ইংল্যান্ডের জয়: ১১ ম্যাচে
দক্ষিণ আফ্রিকার জয়:  ৯ ম্যাচে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মোট লড়াই ৫ ম্যাচে
ইংল্যান্ডের জয়: ২ ম্যাচে
দক্ষিণ আফ্রিকার জয়: ৩ ম্যাচে 

যদিও দুই দলের সবশেষ ৫ লড়াইয়ের সবকটিতেই জিতেছে ইংল্যান্ড। 
 
সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!