• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৩, ২০২১, ০৬:২৭ পিএম
শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ঢাকা: ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার শিরোপা জিতলেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের কোনো শিরোপাই নেই অস্ট্রেলিয়ার। ২০১০ বিশ্বকাপের ফাইনালই অজিদের সর্বোচ্চ সাফল্য। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।

২০১২ সালের আসরেও সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৪ রানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার। ২০১৪ ও ২০১৬ সালের গল্পগুলো এক- সুপার টেন থেকে অজিদের বিদায়। তাদের সামনে এবার সুযোগ প্রথম শিরোপা জেতার।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনাল আর খেলা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। এরপর কখনও শ্রীলঙ্কা, কখনও ইংল্যান্ড বাধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে।

২০১৪ সালের আসরে চট্টগ্রামে ৬০ রানে অলআউট করে আরও একবার কিউইদের সেমিতে ওঠার ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২০১৬ সালে নয় বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে কিউইরা। দিল্লিতে ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের ইংল্যান্ডের বিশাল জয়ে আবারও সেমিতেই থমকে যায় কিউইদের বিশ্বকাপ যাত্রা।

পাঁচ বছর পর এবার আবুধাবিতে সেমিফাইনালে সেই ইংল্যান্ডকে পেয়ে আর ভুল করেনি কেইন উইলিয়ামসনের দল। ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখেছিল ক্রিকেটবিশ্ব। দুই বছর পর অন্য সংস্করণেও নতুন কোনো দলের মাথায় শিরোপার মুকুট দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। ফাইনালের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ...

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সিপার্ট, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সেন্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!