• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরাজের ইনজুরিতে কপাল খুললো নাঈম হাসানের


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৮, ২০২২, ১১:৫৪ এএম
মিরাজের ইনজুরিতে কপাল খুললো নাঈম হাসানের

ফাইল ছবি

ঢাকা : শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট ম্যাচের প্রথমটি শুরু হবে ১৫ মে। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ডিপিএলে খেলার সময় ফিল্ডিং করার সময় আঙ্গুলের হাড় ভেঙে যায় মেহেদী হাসান মিরাজের। ফলে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান তিনি। তার পরিবর্তে দলে ডাক পড়েছে স্পিনার নাঈম হাসানের।

বুধবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘মিরাজের আঙুলের এক্স রে করার পর সেখানে চিড় ধরা পড়েছে। তার আহত জায়গা বেঁধে রাখা হয়েছে। তিন সপ্তাহের জন্য তার বিশ্রামে থাকা লাগবে। সে মোতাবেক শ্রীলঙ্কা সিরিজে তাকে দলে পাওয়া যাচ্ছে না।’

মিরাজের ছিটকে যাওয়ায় স্কোয়াডে ডাক পড়েছে অফ স্পিনার নাঈম হাসানের।

এরপর দুই দল ফিরে আসবে ঢাকায়। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ তারিখ গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরীফুল ইসলাম।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!