• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব-নাঈম


ক্রীড়া ডেস্ক মে ১৫, ২০২২, ০৯:৪৭ এএম
বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব-নাঈম

ছবি : সংগৃহীত

ঢাকা : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার সাকিব আল হাসানসহ পাঁচ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।

রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামবে শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কা সাত ব্যাটার এবং চার বোলার নিয়ে একাদশ গড়েছে। সফরকারীদের চার বোলারের মধ্যে দুইজন পেসার এবং দুইজন স্পিনার।

বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। বাংলাদেশও একাদশ গড়েছে ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্য রেখে। অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বাংলাদেশের একাদশে আছেন সাতজন ব্যাটার ও পাঁচজন বোলার।

এক নজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ : তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চন্ডিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!