• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ নিয়ে মুখ খুললেন সৌরভ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৭, ২০২২, ০৯:৫৬ এএম
ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ নিয়ে মুখ খুললেন সৌরভ

ফাইল ছবি

ঢাকা : লঙ্কানদের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে বাধ্য হয়েই এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ায় তারা। এবারের আসরটি শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। শনিবার (২৭ আগস্ট) পর্দা উঠছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের।

দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে এই দুদলের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং।

রোববার (২৮ আগস্ট) দুবাইয়ে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। 

ক্রিকেটে এই দুই দলের লড়াইয়ে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে আলাদা করে একটা চাপও তৈরি হয়। তবে এসব নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা থেকে ভারত-পাকিস্তান ম্যাচের কথা বলছিলেন তিনি। সৌরভের কথায়, ভারত-পাক লড়াই নিয়ে আলাদা করে উত্তেজনা থাকে ঠিকই। তবে সে সব বাইরে থেকে।

তিনি বলেন, এই ম্যাচটা নিয়ে আলাদা রকমের উত্তেজনা থাকে। তবে সেসব বাইরে। আমাদের সময়কার কথা বলতে পারি, ড্রেসিংরুমে আমরা কেউই খুব বেশি চাপে থাকতাম না। কারণ আপনি যত বেশি এই ম্যাচটা নিয়ে আলোচনা করবেন, তত বেশি চাপ বাড়বে। আমার মনে হয় না অতিরিক্ত চাপের কিছু আছে। তবে ব্যাপারটা যে যেভাবে দেখে। আপনি যদি মনে করেন চাপ, তাহলেই চাপ মনে হবে। না হলে নয়। আমি বলব, আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলতে হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!