• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ মাঠে নামছে আর্জেন্টিনা


ক্রীড়া প্রতিবেদক আকাশ খান জুন ১৫, ২০২৩, ১১:১৮ এএম
আজ মাঠে নামছে আর্জেন্টিনা

ঢাকা: এশিয়ার মাটিতে লড়াইয়ে নামছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৫ জুন) লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টাইনরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। চীনের বেইজিংয়ে ফিফা প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ফিফা উইন্ডোতে আর্জেন্টাইনরা দু’টি প্রীতি ম্যাচ খেলবে। বেইজিংয়ে আজকের ম্যাচটিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জেতা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটি খেলতে গত ১০ জুন মেসি-ডি মারিয়ারা চীন সফরে আসেন।

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচ আয়োজনের সকল প্রস্তুুতি সম্পন্ন করে রেখেছে। ৬৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির সব টিকিটই বিক্রি হয়ে গেছে। আর্জেন্টাইন এবং অজিদের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ইন্দোনেশিয়ায় যাবেন মেসিরা। ১৯ জুন সেখানে তারা খেলবেন স্বাগতিকদের বিপক্ষে। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!