• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

রোনালদোর মতে ২০২৩ ব্যালন ডি’অরের যোগ্য কে? 


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৩, ০৩:৩৯ পিএম
রোনালদোর মতে ২০২৩ ব্যালন ডি’অরের যোগ্য কে? 

ঢাকা: বরাবরের মতো চলতি বছরও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আছে। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের কৌতূহল- ২০২৩ সালে কে জিতবে ব্যালন ডি’অর। 

ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। সে হিসাবে মাত্র চার মাস বাকি। 

চলতি মৌসুমে গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লি হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনারা। ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে মৌসুমে ট্রেবল জিতেছে সিটিজেনরা। তাই অনেকেই এগিয়ে রাখছেন হলান্ডকে।

তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন হলান্ড। তবু ম্যানসিটি বস জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অর ট্রফিটি তার শিষ্য হলান্ডের হাতেই দেখতে চান। তবে এটি পাওয়াটা সহজ হবে না মোটেও। কেননা তাকে প্রতিযোগিতা করতে হবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সঙ্গে। 

এদিকে এবারের ব্যালন ডি’অরের যোগ্য কে? সেটা জানিয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। সম্প্রতি তিনি নিজের পছন্দের কথা জানিয়েছেন গণমাধ্যমে। কথা বলেছেন আলবিসেলেস্তে টকের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন কার হাতে দেখতে চান এবারের ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি।

ব্রাজিলিয়ান এ কিংবদন্তি জানিয়েছেন, চলতি মৌসুমের ব্যালন ডি’অরের শিরোপাটি তিনি কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতেই দেখতে চান। তিনি বলেন, আমি মনে করি তাকে মুকুট দেওয়া হবে। সে বিশ্বকাপ জিতেছে, যা অনেক বড় টুর্নামেন্ট। কাতার বিশ্বকাপে মেসি ব্যতিক্রমী ফর্মে ছিলেন।

রোনালদো মেসিকে এগিয়ে রাখলেও হলান্ড প্রস্তুত টক্কর দিতে। ব্যালন ডি'অরের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্যালেন্ডার হিসেবের পরিবর্তে মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যালন ডি'অর। গেল বছরের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে।

সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন হলান্ড। সব মিলিয়ে মৌসুমজুড়ে ৫৩ গোল আর ৯টি অ্যাসিস্ট আছে নরওয়েজিয়ান গোল মেশিনের। দলকে ঐতিহাসিক ট্রেবল জেতাতে ভূমিকা রেখেছেন সামনে থেকে। এ ছাড়া জিতেছেন বেশ কিছু ব্যক্তিগত পুরস্কার। মেসিকে টেক্কা দিতে এ পরিসংখ্যানকে যথেষ্ট বলাই যায়! 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!