• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা দল


ক্রীড়া ডেস্ক জুন ২৯, ২০২৩, ১২:৫৯ পিএম
বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা দল

ছবি: ইন্টারনেট

ঢাকা: দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে গত বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। কাতারের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ জয়ের পর আলাদা করে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের অন্তরে। যে কারণে বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।

আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একত্রিত করে একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সেই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববাসীর নজরেও এসেছে সেটা। অবশ্য পুরো বিশ্ব সেসব মনে রেখেছে কি না তা জানার উপায় নেই, তবে বাংলাদেশের সেই উন্মাদনা এখনো মনে রেখেছে আর্জেন্টিনা। যে কারণে এমন শুভেচ্ছা।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!