• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের


ক্রীড়া ডেস্ক জুলাই ৩, ২০২৩, ১১:৪৩ এএম
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

ঢাকা : আর কিছুদিন পরই বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ইন্ডিয়া  নারী ক্রিকেট দল। ৯ জুলাই হতে শুরু হতে যাওয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করেছে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড । উক্ত সিরিজে অংশ নেওয়ার লক্ষ্যে ৬ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের মেয়েদের।

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ চক্রের ম্যাচ খেলতেই  প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেভারত। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এই সিরিজের পয়েন্ট হিসেবে আসবে।

ভারতের বিপক্ষে ৯, ১১ ও ১৩ জুলাই টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

ভারতের নারী টি-টোয়েন্টি দল স্কোয়াডঃ হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, এস মেঘনা, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি

ভারতের নারী  ওয়ানডে দল স্কোয়াডঃ হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং , অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!