• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সবার আগে বিশ্বকাপের টিকিট পেল শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক জুলাই ৪, ২০২৩, ১২:০৭ পিএম
সবার আগে বিশ্বকাপের টিকিট পেল শ্রীলঙ্কা

ঢাকা : জিম্বাবুয়েকে অপেক্ষায় রেখে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে নাম লিখিয়েছে দানুস শানাকার দল। স্বাগতিকদের ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ বল হাতে রেখেই ৯ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। আর তাতেই নিশ্চিত হয় বিশ্বকাপের মূল পর্ব।

রোববার (২ জুলাই) টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩০ রানের মধ্যেই হারায় তাদের তিন টপ অর্ডারকে। প্রথম ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন জয়লর্ড গাম্বি। এরপর ওয়েসলি মাধভেরে এবং অধিনায়ক ক্রেইগ আরভিনকে ফেরান মাদুশাঙ্কা।

চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে বিপদ সামাল দেয়ার মিশনে নামেন। দাশুন শানাকার বলে মাদুশাঙ্কার হাতে ধরা পড়েন ৫১ বলে ৩ চারে ৩১ রান করা রাজা,আর তাতেই ভাঙে তাদের ৬৮ রানের জুটি।

মহেশ থিকশানার বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন ফিফটি পাওয়া উইলিয়ামস। ৫৭ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৫৬ রান।

উইলিয়ামস আউট হওয়ার রোডেশিয়ান শিবিরে নেমে আসে ব্যাটিং বিপর্যয়। স্কোরবোর্ডে মাত্র ৩৮ রান যোগ করতেই হারিয়ে বসে শেষ ৬ উইকেট। আর তাতেই জয়ের জন্য লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৬ রানের।

শ্রীলঙ্কার হয়ে থিকশানা ২৫ রানের খরচায় নেন ৪ উইকেট। এছাড়া মাদুশাঙ্কা তিনটি ও মাথিশা পাথিরানা নেন দুটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ১০৩ রানের জুটি গড়েন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৫৬ বলে ২ চারে ৩০ রান করে রিচার্ড এনগারাভার বলে করুনারত্নে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লে ভাঙে সেই জুটি।

এরপর কুশল মেন্ডিসকে নিয়ে বাকি পথটা সহজেই পাড়ি দেন সেঞ্চুরি তুলে নেয়া নিশাঙ্কা। ১০২ বলে ১৪ চারে ১০১ রানে তিনি অপরাজিত থাকেন। তার সঙ্গে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৪২ বলে ২৫ রান করা কুশল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!