ঢাকা: নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন তামিম ইকবাল। চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন ডেকে বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে এবং সেটি কার্যকর আজ থেকেই। তার মানে চলতি আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডেতেও তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
হঠাৎ করে তামিমের এমন সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন।
বোর্ড পরিচালক বলেন, ‘তামিমের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্খিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’
জালালের মতে, তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। বোর্ড থেকে তামিমকে সিদ্ধান্ত বদলের জন্য কোনো অনুরোধ জানানো হবে কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’
সোনালীনিউজ/এআর







































