• ঢাকা
  • বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তামিমের ফেরার খবরে ‘খুশি’ মুশফিক


ক্রীড়া ডেস্ক জুলাই ৭, ২০২৩, ০৮:০১ পিএম
তামিমের ফেরার খবরে ‘খুশি’ মুশফিক

ঢাকা: বন্ধু তামিমের হঠাৎ অবসর মানতে পারছিলেন না মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছিলেন হৃদয়ভাঙা এক স্ট্যাটাস। ২৪ ঘন্টা না যেতেই সেই তামিমকে নিয়ে আবারো মুশফিকের পোস্ট। 

তবে এবারের পোস্ট হৃদয়ভাঙা নয় বরং খুশির। ফেসবুকে এবার তিনি লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারতো না। শুনে খুব খুশি হলাম আমরা আবার মাঠ শেয়ার করবো। ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু হবে এবং অদূর ভবিষ্যতে আমরা একসঙ্গে বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনব।’

তামিমের অবসর ঘোষণা ছিল আবেগী সিদ্ধান্ত। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তার কান্নায় ভেঙে পড়া দেখে সবাই আঁচ করতে পেরেছিলেন, স্বেচ্ছায় নয়, অভিমান থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তামিমকে ফেরাতে শেষ পর্যন্ত উদ্যোগী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ (শুক্রবার) সস্ত্রীক গণভবনে যান তামিম। সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণভবন থেকে বেরিয়ে তামিম জানান অবসর প্রত্যাহারের কথা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!