• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বেন স্টোকস

ব্রডের অর্জন ভুলে যাওয়া অসম্ভব


ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২৩, ১২:২৭ পিএম
ব্রডের অর্জন ভুলে যাওয়া অসম্ভব

ঢাকা : অবসরের ঘোষণাটা আগেই দিয়েছিলেন। তাতে সতীর্থরা যেন জয়ের জন্য আরও মুখিয়ে যায়। বুক চিতিয়ে লড়াই করেছে তারা। তাতে লড়াকু জয়ে স্টুয়ার্ট ব্রডের বিদায় বেলাটা রাঙিয়ে দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়ে ২-২ ব্যবধানে ড্র করেছে ইংল্যান্ড।

তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বিবিসি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। আলাপকালে ইংল্যান্ড দলে ব্রডের অর্জন ভুলে যাওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আপনি যদি কোনো বুকির কাছে গিয়ে বলেন যে ব্রড আজ দুটি উইকেট পেয়েছে, তাহলে ভালোই বিড়ম্বনায় পড়তে হতে পারে। কারণ, অনেক সুযোগ মিস হয়েছে। আরও বেশি উইকেট পেতে পারত সে। কিন্তু আমরা তাকে সেটা দিতে পারিনি। আমি শুধু তাকে বলেছিলাম, হতাশ হওয়ার কিছু নেই। এভাবেই বল করতে থাকো, উইকেট আসবে।’

নিজের বিদায়ী ম্যাচের শেষ বলটাতেও উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। পেয়েছেন দুটি উইকেট। ৬১১ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের পেসারদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। শেষ বলে তিনি নিয়েছেন অ্যালেক্স ক্যারের উইকেটটা। মুহূর্তটা নাকি ব্রডের বলেই মত দিলেন স্টোকস, ‘এই মাঠ অনেক রথী-মহারথীর বিদায়ের স্বাক্ষী। ব্রডের মতো তারকাও পূর্বসূরীদের মতো এই মাঠ থেকে বিদায় নিলেন। শেষ দিনটা তিনি অবিশ্বাস্যভাবে কাটিয়েছেন। ক্যারিয়ারের শেষ বলে উইকেটটা তার জন্য লেখা হয়েছিল। কারণ ঐ মুহূর্তটা ছিল তার।’

জয় দিয়ে শেষটা রাঙিয়েছেন ব্রড। অধিনায়ক স্টোকস আর ব্রড সাদা পোশাকের ক্রিকেটে একসঙ্গে বহু ম্যাচে লড়াই করেছেন। কিন্তু ওভালে দুজনের একসঙ্গে পথ চলার শেষ হয়েছে। তাতে কিছুটা মন খারাপও স্টোকসের।

বিবিসি স্পোর্টসের সঙ্গে আলোচনায় বলেন, ‘আমি ৯৭ ম্যাচ খেলেছি। যার মধ্যে অল্প কয়েকটি ম্যাচেই আমরা একসঙ্গে ছিলাম না। কিন্তু মাঠের লড়াইটা আর একসঙ্গে হচ্ছে না। সে কারণে আমার কিছুটা আফসোস হচ্ছে। ইংল্যান্ডের হয়ে তার যে অর্জন রয়েছে তা কখনই ভুলে যাওয়া উচিত নয়। আর সেটা অসম্ভবও। আমি অনেক আনন্দিত এমন জয় তার বিদায়ে উপহার দিতে পেরে, যে জয় দেখতে উপস্থিত হয়েছিলেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!