• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারী ফুটবলারদের বেতন বাড়লো


স্পোর্টস ডেস্ক আগস্ট ১৬, ২০২৩, ১০:০০ পিএম
নারী ফুটবলারদের বেতন বাড়লো

ঢাকা: ৩১ জন নারী ফুটবলারকে চুক্তির আওতায় এনে তাদের বেতন সর্বোচ্চ পাঁচগুণ পরিমাণ বৃদ্ধি করেছে বাফুফে। এর মধ্যে ১৫ জন সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে প্রতিমাসে বেতন পাবেন। ১০ জন পাবেন ৩০ হাজার টাকা করে, চারজন পাবেন ২০ হাজার টাকা করে এবং দুজনের বেতন ১৫ হাজার টাকা করে।

বুধবার (১৬ আগস্ট) বাফুফে ভবনের সভা কক্ষে নারী ফুটবলারদের সাথে চুক্তি সম্পাদন করে বাফুফে। 

বেতন বৃদ্ধির পাশাপাশি নারী ফুটবলারদের জন্য আচরণবিধিও তৈরি করেছে বাফুফে। যাতে নারী ফুটবলাররা কোনো শৃঙ্খলা ভঙ্গ না করেন।

একনজরে ৩১ জন নারী ফুটবলারের বেতন

৫০ হাজার টাকা
সাবিনা খাতুন, রূপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, সিউলি আজীম, নিলুফার ইয়াসমীন নিলা, আনাই মোগিনি, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্না চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন।

৩০ হাজার টাকা
সোহাগী কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার রীপা, স্বর্ণা রানী মন্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, মাতসুশিমা সুমাইয়া, উন্নতি খাতুন।

২০ হাজার টাকা
হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার, ইতি খাতুন।

১৫ হাজার টাকা
রুপা ও আইরিন খাতুন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!