• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভক্তদের জন্য সুখবর

মাহমুদউল্লাহর বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত জানালো বিসিবি


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৮, ২০২৩, ০৪:০৯ পিএম
মাহমুদউল্লাহর বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত জানালো বিসিবি

ঢাকা: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অবশেষে দলের সঙ্গে বিশ্বকাপ খেলতে যাবেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগেই ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের ভিসার আবেদন সেরে রেখেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

সবাই ভিসা প্রসেসিংয়ের কাজ সারলেও সে সময় ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। যা নিয়েও কম আলোচনা হয়নি। পরে জানা গেছে, পারিবারিক কারণেই উপস্থিত ছিলেন না তিনি।

নতুন খবর, সোমবার (২৮ আগস্ট) যমুনা ফিউচার পার্কস্থ ভারতীয় ভিসা সেন্টারে প্রিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আর তারপর থেকেই গুঞ্জন বাড়ছে, তবে কী ধরবেন বিশ্বকাপের বিমান! 

সূত্রের খবর, মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভূক্ত করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একাধিক ক্রিকেটার ইনজুরিতে থাকায় এবং অভিজ্ঞতার বিচারে এই অলরাউন্ডারকে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বোর্ড। 

যদিও ব্যাক-আপ ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও বেশ কয়েকজনকে প্রস্তুত করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের মূল স্কোয়াড নির্বাচন করা হবে এশিয়া কাপের দলের ওপর ভিত্তি করেই। তবে বিশ্বকাপের আগে যদি সেখানকার কোনো ক্রিকেটার চোটে পড়েন তাহলে বিপাকে পড়তে হবে বিসিবিকে।

জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে। 

রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে ভক্তরা। এর মধ্যেই অভিজ্ঞ এই ব্যাটারের ভিসা প্রক্রিয়া সারার কথা নিশ্চিতভাবেই কিছুটা আশা দেবে তাদের। 

এআর

Wordbridge School
Link copied!