• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

স্ট্যাটাস নিয়ে তানজিমের সঙ্গে কথা বলবে বিসিবি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০১:৪৩ পিএম
স্ট্যাটাস নিয়ে তানজিমের সঙ্গে কথা বলবে বিসিবি

ঢাকা: ভারতের বিপক্ষে খেলার পর থেকেই বেশ আলোচনায় আছেন তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে ৮ বলে অপরাজিত ১৪ রান করার পর নিয়েছেন ২ উইকেট। 

শেষ ওভারে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিশ্চিত করেছেন দলের জয়। অভিষেকেই এমন দারুণ নৈপুণ্যের পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

সেই আলোচনা আরও গতি পেয়েছে গত দু-তিন দিনে। তবে কারণটা ভিন্ন। তানজিমের ফেসবুক পেজের বেশ কিছু পুরোনো স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এর মধ্যে কর্মজীবী নারীদের হেয় করে দেওয়া একটি স্ট্যাটাসই বেশি সমালোচিত হচ্ছে। 

এসব নজরে আসার পর বিসিবি তানজিমের সঙ্গে যোগাযোগ করছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

একই পোস্টের শেষে বলা হয়েছে, ‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশা আল্লাহ।’

তানজিমের এই পোস্টের স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি এখন আর তানজিমের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে না।

এআর

Wordbridge School
Link copied!