• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের যাকে ভবিষ্যৎ সাকিব বললেন হার্শা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৩, ২০২৩, ০২:৫৫ পিএম
বাংলাদেশের যাকে ভবিষ্যৎ সাকিব বললেন হার্শা

ঢাকা: ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই আসরে ব্যাটারদের পাশাপাশি চোখ থাকবে বোলারদের দিকেও। 

এবারের বিশ্বকাপে ‘প্লেয়ার টু ওয়াচ’ বা কারা কোন দলের হয়ে আলো ছড়াবেন? ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজে এ বিষয়ে বাংলাদেশ নিয়ে বিশ্লেষণে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজকে বেছে নিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

অনেক ক্রিকেটবোদ্ধারাই মনে করেন মিরাজই হবেন বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব আল হাসান। আর মাঠের পাফরম্যান্স দিয়ে সেই কথার যথার্থতা মিরাজ প্রমাণ করে চলেছেন লম্বা সময় ধরেই।

এবারে সেই একই সুরে গলা মেলালেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। মতে মিরাজের ভেতর পরবর্তী সাকিব হওয়ার সকল গুণাবলী বিদ্যমান। সাকিবের নির্যাস মিরাজের ভেতর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্শা বলেন, ‘আমি তাদের একজন অলরাউন্ডারের কথা বলবো। মেহেদী মিরাজ, যাকে আমি প্রথমে টেস্ট খেলতে দেখেছি। টেস্ট ক্রিকেটের মানানসই অফ স্পিনার হিসেবে। এরপর তাকে আমরা দারুণ সব ইনিংস খেলতে দেখলাম। আমার চোখে, মিরাজের মধ্যে পরবর্তী সাকিব হওয়ার নির্যাস আছে।’উদীয়মান ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্তর প্রশংসাও করেছেন প্রখ্যাত এই ক্রিকেট বিশ্লেষক।

হার্শা বলেন, ‘নাজমুল শান্ত খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক খেলা খেলছে। সে টপ অর্ডারে খেলাটাকে এগিয়ে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় দলে এসে আলো ছড়িয়ে একটু একটু করে নিভে যায়। শান্ত ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের ওপর যাওয়া চাপটা নিজের কাঁধে নিতে পারছে।’

এআর

Wordbridge School
Link copied!