• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত 


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৯, ২০২৩, ১০:০৩ পিএম
টানা জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত 

ঢাকা: টানা জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। উড়তে থাকা ভারতের একটা জায়গায় ‘ঘাটতি’ ছিল। রোহিত শর্মাদের সব কটি জয়ই ছিল রান তাড়ায় ব্যাট করে। আগে ব্যাট করে ভারত কেমন পুঁজি গড়ে আর বোলাররাই বা কীভাবে সামাল দেন, সেটি দেখার অপেক্ষায় ছিল দলটি।

আজ লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ‘ঘাটতি’ কিছুটা হলেও পুষে গেছে রোহিতদের। টস হেরেও আগে ব্যাট করার সুযোগ পেয়েছে ভারত, শেষ পর্যন্ত বোলারদের নৈপূণ্যে জিতেছে ম্যাচও। 

ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে গেল রোহিতের দল। ছয় ম্যাচে ছয় জয়ে ভারতের পয়েন্ট ১২। চারটির বেশি দলের ১২ পয়েন্ট হওয়ার সুযোগ না থাকায় শেষ তিনটি ম্যাচে হারলেও নিরাপদে থাকবেন রোহিতরা। 

ভারতের সেমিফাইনাল নিশ্চিতের দিনে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। টানা চতুর্থসহ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে আজ ভারতের কাছে হারটি বেশ বড়সড়ই। রোহিত-বিরাট কোহলিদের নিয়ে গড়া প্রতাপশালী ব্যাটিং লাইন আপকে মাত্র ২২৯ রানে আটকে রেখেছিলেন বোলাররা।

রান তাড়ায় নেমে প্রথম দুই ওভারে ১৭ রান তুলে ভালো শুরুই এনে দিয়েছিলেন ডেভিড ম্যালান ও জনি বেয়ারস্টো। কিন্তু যশপ্রীত বুমরা টানা দুই বলে ম্যালানকে বোল্ড ও জো রুটকে এলবিডব্লুর ফাঁদে ফেললে দিক হারায় ইংল্যান্ড।

ইংলিশদের ধ্বংসযজ্ঞের সূচনা ওখান থেকেই। সাবধানী বেন স্টোকস আজ রানের খাতাই খুলতে পারেননি। ১০ বলে করেছেন শূন্য। জনি বেয়ারস্টোও খেলতে চেয়েছেন ধীরে। তিনিও আউট হয়েছেন ব্যক্তিগত ১৪ রানে। তাদের দুজনকেই ফিরিয়েছিলেন শামি। ৪০ রানের আগেই নেই ইংলিশদের ৪ উইকেট।

অধিনায়ক জশ বাটলার আবারও হতাশ করেছেন এদিন। ২৩ বলে করেছেন মোটে ১০ রান। কুলদীপের দুর্দান্ত বলে ভেঙেছে তার প্রতিরোধ। মঈন আলী আর লিয়াম লিভিংস্টোন প্রতিরোধ করতে চাইলেও কাজে আসেনি। দুজনে বল খেলেছেন বিস্তর। সময় কাটিয়েছেন। তবে রান আসেনি তেমন। দুজনের জুটি ২৯ রানের। এবার আউট হলেন মঈন। উইকেট পেয়েছেন সেই শামি। ইংলিশদের পরাজয় তখন কেবল সময়ের ব্যাপার। 

লিভিংস্টোন ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ৪৬ বলে করেছেন ২৭ রান। কুলদীপের বলে তার আউট শেষ করে দিয়েছিল সব আশাই। মাঝে ক্রিস ওকস ২০ বলে করেছেন ১০ রান। এরপর দুই চারে আদিল রশিদের ১৩ আর ডেভিড উইলির ১৬ রান ইংলিশদের ১০০ রানের গন্ডি ছাড়াতেই কেবল সাহায্য করেছিল। ইংলিশরা থামে ১২৯ রানে। হারের ব্যবধান ঠিক ১০০ রান।

এআর

Wordbridge School
Link copied!