ঢাকা : স্পেনের প্রথমবার নারী বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন আইতানো বনমাতি। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার গোল্ডেন বল। এবার আরেকটি পালক যুক্ত হলো তার প্রাপ্তির মুকুটে।
মেয়েদের ২০২৩ ব্যালন ডি অর জিতেছেন বনমাতি। প্রথমবারের মতো এই পুরস্কারটি উঠেছে স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডারের হাতে। গতকাল প্যারিসে জমকালো অনুষ্ঠানে তাকে দেওয়া হয় এই সম্মাননা। বনমাতির নাম ঘোষণা করেন টেনিস তারকা নোভাক জকোভিচ।
শুধু জাতীয় দল নয়, বার্সেলোনার হয়েও গত মৌসুম দারুণ কাটে বনমাতির। লিগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেন ১৯টি, সতীর্থদের দিয়ে গোল করান ২১টি।
ব্যালন ডি অর দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় গত বছর। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে (আগস্ট থেকে জুলাই)।
এমটিআই



















-20260128092011.png)



















