• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুপার ওভারের শেষ বলে নিগারের চারে পাকিস্তানকে হারাল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০২৩, ০৬:২১ পিএম
সুপার ওভারের শেষ বলে নিগারের চারে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ঢাকা: মিরপুরে সিরিজের দ্বিতীয় নারী ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাই হওয়ার পর সুপার ওভারের শেষ বলে চার মেরে বাংলাদেশকে জিতিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। 

সুপার ওভারে পাকিস্তান তুলেছিল ৭ রান, জবাবে প্রথম ৪ বলে ৬ রান তোলার পর পঞ্চম বলে সোবহানা মোস্তারির উইকেট হারায় বাংলাদেশ। শেষ বলে দরকার ছিল ২ রান, নাশরা সান্ধুর সে বলে মিড অনের ওপর দিয়ে চার মেরে বাংলাদেশকে উল্লাসে ভাসা অধিনায়ক নিগার। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

আগে ব্যাট করে ৫০ ওভারে বাংলাদেশ তুলেছিল ৯ উইকেটে ১৬৯ রান। রান তাড়ায় ৬ উইকেটে ১৫৩ রান তুলে ফেলেছিল পাকিস্তান, এরপর শেষ ৩ ওভারে ৩ উইকেট হারায় তারা। ১ বল বাকি থাকতে ১৬৯ রানেই সফরকারীরা অলআউট হয়ে গেলে ম্যাচ টাই হয়। এর আগে গত জুলাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে টাই হয়েছিল। যদিও সময় ছিল না বলে সেবার সুপার ওভার হয়নি।

ব্যাট করে সংগ্রহ তেমন বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে হাতে যে পুঁজি ছিল সেটা নিয়েই দুর্দান্ত লড়াই করেছে। দৃঢ়তা দেখিয়ে ম্যাচ প্রথমে সমতা করে নিগার সুলতানার দল। পরে সুপার ওভারে তুলে নিয়েছে দারুণ এক জয়।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ১৬৯ রান তুলতে পারে ফারজানা হক-নিগার সুলতানারা।

দলের হয়ে ওপেনার ফারজানা ৮৮ বল খেলে ৪০ রান করেন। তিনে নামা সোবহানা মোস্টারি ১৬ রান যোগ করেন। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ১০৪ বলে ৫৪ রানের ইনিংস। পরে ফাহিমা খাতুন ১৬ রান করেন। লোয়ার মিডলের ব্যাটাররা রান না পাওয়া পুঁজি বড় হয়নি দলের।

জবাব দিতে নেমে ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে ফেলে পাকিস্তান। শেষ ৪ ওভারে জয়ের জন্য ২৩ রান দরকার ছিল তাদের। কিন্তু ৪৭তম ওভারে একটি, ৪৮তম ওভারে একটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এরপর ৪৯তম ওভারেও পাকিস্তান উইকেট হারালে ম্যাচ জমে যায়। 

শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৩ রান দরকার ছিল পাকিস্তানের। বাংলাদেশের দরকার ছিল এক উইকেট। পাকিস্তান প্রথম চার বলে ২ রান নিয়ে ম্যাচ সমতা করে। কিন্তু পঞ্চম বলে পাকিস্তানের শেষ ব্যাটার ফাহিমা খাতুন রান আউট হলে ম্যাচ টাই হয়ে যায়। 

প্রথমবার ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারে খেলতে নামে বাংলাদেশ। সেখানে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ রান তোলে। প্রথম ও পঞ্চম বলে উইকেট হারানোয় নিয়ম অনুযায়ী ষষ্ঠ বল খেলার সুযোগ পায়নি পাকিস্তানের মেয়েরা। জবাবে বাংলাদেশ প্রথম বলে ৪ মারলেও ৪ বল শেষে নিতে পারে ৬ রান। পঞ্চম বলে উইকেট হারালে জয় নিয়ে শঙ্কা তৈরি হয়। ওভারের শেষ বলে জিততে দরকার ছিল ২ রান। অধিনায়ক নিগার সুলতানা চার মেরে দলকে জয় এনে দেন।

এআর

Wordbridge School
Link copied!