• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রিকেটে ফেরাসহ নিজের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন তামিম


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৭, ২০২৩, ০৫:৫৩ পিএম
ক্রিকেটে ফেরাসহ নিজের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন তামিম

ঢাকা: নিজের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে সোমবার দুপুরে আলোচনায় বসেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, নিশ্চুপ ছিলেন তামিম।

ঘণ্টা পাঁচেক পর এবার সংবাদ সম্মেলন করলেন তামিমও। মূলত আগে থেকেই পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তামিমের। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

এছাড়া তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী, চার-পাঁচ মাস ধরে ঘুরপাক খেতে থাকা এই প্রশ্নেরও জবাব দিয়েছেন বাহাতি এই ব্যাটসম্যান।

তবে ভক্তদের আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করবো। 

তামিম বলেন, আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করবো না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে। 

যেহেতু ওনারা একটা কথা বলেছেন, তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃত ভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করবো না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য। যুক্ত করেন তামিম। 

এসময় তামিম বলেন, কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনো ভাবে খেলার উপর ইম্পেক্ট না পড়ে। 

এআর

Wordbridge School
Link copied!