ঢাকা: অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচটা শাহিন শাহ আফ্রিদি হয়তো ভুলেই যেতে চাইবেন! বল হাতে এক ওভারে দিলেন ২৪ রান, যা সব ধরনের টি-টোয়েন্টিতে তার সবচেয়ে খরুচে ওভার। দল হিসেবে পাকিস্তান দিয়েছে ২২৬ রান, যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ।
এমন ম্যাচ জিততে যে ধরনের ব্যাটিং দরকার ছিল, শুরুতে তেমন সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান। ১৮ বলের মধ্যে ২১ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে ৪৬ রানে। রান তাড়ায় নামা পাকিস্তানকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
১৫ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ১৫৯। শেষ ৫ ওভারে লাগতো ৬৮। অকল্যান্ডের ব্যাটিং সহায়ক পিচে অসম্ভব মনে হচ্ছিল না।
তবে ১৬তম ওভারে আজম খান (৯ বলে ১০) আর শাহিন শাহ আফ্রিদি (২ বলে ০) এবং তার পরের ওভারে বাবর আজমও সাজঘরে ফিরলে আশা শেষ হয়ে যায় সফরকারীদের।
বাবর আজম ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ৬ চার আর ২ ছক্কায়। এছাড়া ওপেনার সাইম আইয়ুব ৮ বলে ২৭, মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ২৫ আর ইফতিখার আহমেদ ১৭ বলে করেন ২৪ রান। ২ ওভার বাকি থাকতে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে।
কিউই পেসার টিম সাউদি ২৫ রান খরচায় একাই নেন ৪টি উইকেট।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কেন উইলিয়ামসন আর ড্যারিল মিচেলের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
উইলিয়ামসন ৪২ বলে ৫৭ আর মিচেল ২৭ বলেই ৪টি করে চার-ছক্কায় খেলেন ৬১ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া ফিন অ্যালেন ১৫ বলে ৩৪ আর মার্ক চ্যাপম্যান ১১ বলে করেন ২৬ রান।
এআর







































