• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এবারও সৌদিতে ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল দল


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৭:২১ পিএম
এবারও সৌদিতে ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল দল

ঢাকা : আগামী মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে সৌদিতে ক্যাম্প করবে জামাল ভূঁইয়ারা। গত বছর সাফের আগেও মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্যাম্প করেছিল বাংলাদেশ।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ২১ মার্চ ঢাকায় এবং ২৬ মার্চ কুয়েতে। ফিলিস্তিনের অনুরোধে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।এখন বাংলাদেশ ২১ মার্চ কুয়েতে খেলবে অ্যাওয়ে ম্যাচ। ঢাকায় হোম ম্যাচ ২৬ মার্চ।

রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় দল কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘২৪ ফেব্রুয়ারি শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা। পরদিনই আমরা আবাসিক ক্যাম্পের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করব। ২ মার্চ সৌদি আরব যাবে বাংলাদেশ দল। সেখানে আল তাঈফ শহরে ক্যাম্প করবে ও কিং ফাহাদ স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েত রওয়ানা হবে। ২১ মার্চ ম্যাচ খেলে দেশে ফিরে হোম ম্যাচের প্রস্তুতি নেবে। ফিলিস্তিনের অনুরোধ ও আমাদের সুবিধার্থে আগে অ্যাওয়ে এবং পরবর্তীতে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে।’

জাতীয় দল কমিটির চেয়ারম্যান যোগ করেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ ভালো করতে পারবে। লেবাননের বিপক্ষে আমরা ভালো খেলছি। তবে লেবাননের চেয়ে ফিলিস্তিন বেশি শক্তিশালী। তাই তাদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের আরও প্রচেষ্টা থাকতে হবে। আমি আশাবাদী। কারণ, ফুটবলাররা খেলার মধ্যে আছে।’

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘আশা করছি, সৌদি আরবে দুই সপ্তাহ আমাদের ভালো ক্যাম্প হবে। আমাদের লক্ষ্য হবে দুটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। লিগে স্থানীয় অনেক ফুটবলার ভালো করছে। অনেকে গোল করছে। এটা জাতীয় দলের জন্য ইতিবাচক।’

ফিলিস্তিনের সঙ্গে হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ ঢাকায়। স্বাধীনতা দিবস ও রমজানের মধ্যে ম্যাচটি পড়ায় খেলার সময় এগিয়ে এনেছে বাফুফে। কাজী নাবিলের কথায়, ‘আমরা ম্যাচটি বেলা সাড়ে ৩টায় শুরু করব। যাতে দর্শকরা খেলা দেখে বাসায় গিয়ে ইফতারে অংশ নিতে পারেন।’

এমটিআই

 

Wordbridge School
Link copied!