• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অপ্রতিরোধ্য হৃদয়ে ছুটছে কুমিল্লা 


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:৩৪ এএম
অপ্রতিরোধ্য হৃদয়ে ছুটছে কুমিল্লা 

ঢাকা: গতকাল চট্টগ্রামের গ্যালারি পুরোপুরি ভরেনি। মাত্র অর্ধেক গ্যালারি। যেখানে ১০ ভাগও খুলনা টাইগার্সের সমর্থক নেই। 

খুলনার কোনো ব্যাটার একটি ভালো শট খেললে, কিংবা কোনো এক বোলার উইকেট পেলে পুরো গ্যালারিতে পিনপতন নীরবতা। কোনো আওয়াজ নাই। অন্যদিকে, কুমিল্লার কোনো ব্যাটার ব্যাটে বল লাগালেই গ্যালারিজুড়ে উল্লাস।

কুমিল্লা! কুমিল্লা!! স্লোগানও উঠেছে বেশ কয়েকবার। গ্যালারিজুড়ে হাজির হওয়া দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন কুমিল্লার ব্যাটার তাওহিদ হৃদয়। খুলনা টাইগার্স বোলারদের একের পর এক আছড়ে ফেলেছেন বাউন্ডারির বাইরে। মোট ১৪বার। সমান ৭টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মেরে পুরো গ্যালারির হৃদয় জিতে নিয়েছেন তাওহিদ।

তাওহিদ হৃদয়ের ৪৭ বলে অপরাজিত ৯১ রানের ওপর ভর করে খুলনা টাইগার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে টানা ৫ম পরাজয় দেখলো এনামুল হক বিজয়ের খুলনা। 

অন্যদিকে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের সমতায় উঠে এলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুধু রানরেটে পিছিয়ে রয়েছে তারা। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে খুলনা টাইগার্স।

মিরপুরে দুর্দান্ত ঢাকার বিপক্ষে তাওহিদ হৃদয় খেলেছিলেন অপরাজিত ১০৮ রানের ইনিংস। আজ আফসোস তিনি করতে পারেন, খুলনা টাইগার্স কেন আর কিছু রান বেশি করলো না।! তাহলে হয়তো আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়ে যেতেন তিনি।

তাওহিদ হৃদয় সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে ম্যাচ শেষ হয়ে যায়। অর্থ্যাৎ খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। ২১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লার দলটি। জাকের আলি অপরাজিত থাকেন ৪০ রানে।

এআর

Wordbridge School
Link copied!