• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিলেটকে বিদায় করে প্লে-অফে এক পা বরিশালের


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৫:১২ পিএম
সিলেটকে বিদায় করে প্লে-অফে এক পা বরিশালের

ঢাকা: ব্যাপক চেষ্টা করেও সিলেটকে হারের হাত থেকে বাঁচাতে পারলেন না আরিফুল ইসলাম এবং বেনি হাওয়েল। এই দুই জনের ব্যাটে ফরচুন বরিশালের দেওয়া ১৮৪ রানের টার্গেট টপকে যাওয়ার স্বপ্নটাও হয়ত দেখতে শুরু করেছিলেন সিলেটের সমর্থকদের কেউ কেউ। 

কিন্তু ওবেদ ম্যাককয়ের বলে আরিফুলের আউট শেষ করে দিয়েছে সিলেটের সম্ভাবনা। দশম ম্যাচে সপ্তম হারের পর সিলেটের বিদায় এখন নিশ্চিত। 

১০ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ৬। পরের দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। একইরকম ১০ পয়েন্টে আছে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এই দুই দল আবার মুখোমুখি হবে ২০ তারিখ। সেই ম্যাচে কোন একদল জয়ী হলেই তারা চলে যাবে সিলেটের ধরাছোঁয়ার বাইরে। হিসেবের অঙ্কে টিকে থাকলেও এবারের বিপিএল থেকে সিলেটের বিদায় তাই নিশ্চিত। 

বরিশালের বিপক্ষে ম্যাচে সিলেটের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই। পুরো আসরে ব্যর্থ সিলেট চট্টগ্রামের রানপ্রসবা উইকেটেও কিছুই করে দেখাতে পারেনি। 

উল্টো ৪০ রানে ৬ উইকেট খুইয়ে নিজেদের বিপদ বাড়িয়েছে নিজেরাই। আরিফুল এবং হাওয়েল পরাজয় এড়াতে লড়াই করেছেন। হাওয়েল ৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৩ রান করেন হাওয়েল। এদিকে ৩১ বলে চার ছক্কা আর পাঁচ চারে ৫৭ রান করেন আরিফুল। দুইশ স্ট্রাইকরেটের পার্টনারশিপের পরেও সিলেট হেরেছে ১৮ রানের ব্যবধানে। 

এআর

Wordbridge School
Link copied!