• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথিরানার ইনজুরিতে কপাল খুলছে মুস্তাফিজের


ক্রীড়া ডেস্ক মার্চ ১৬, ২০২৪, ০১:১৫ পিএম
পাথিরানার ইনজুরিতে কপাল খুলছে মুস্তাফিজের

ঢাকা: ফর্মে না থাকায় বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও তাই তার অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। 

তবে পরিস্থিতি যেন মুস্তাফিজকেই সুযোগ করে দিচ্ছে। চেন্নাইয়ের পেস আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে। তবে এই লঙ্কান পেসার পড়েছেন ইনজুরিতে। এদিকে ক্ষণ ঘনিয়ে আসছে আইপিএলেরও।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, ইনজুরির কারণে ৪-৫ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে পাথিরানাকে। যার মানে হলো- চেন্নাইয়ের প্রথম দিকের বেশকিছু ম্যাচ মিস করবেন এই লঙ্কান পেসার।

পাথিরানা ইনজুরিতে পড়ায় কপাল খুলছে মুস্তাফিজের। কারণ, ডেথ ওভারে ভালো বোলিং করার ক্ষেত্রে পাথিরানার অন্যতম ভালো বিকল্প হতে পারেন মুস্তাফিজ। ফলে মুস্তাফিজকে প্রথম কয়েক সপ্তাহ চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যেতে পারে।

চেন্নাইয়ের কোচ ডাইনে ব্রাভো মনে করছেন, মুস্তাফিজের বোলিংয়ের পেস ও কাটার চিপকের স্লো উইকেটে ভালো কাজে দিতে পারে।

চেন্নাইয়ের কোচ বলেন, ‘২০ মার্চ দলের ক্যাম্পে যোগ দেবেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ শুরুর কয়েকদিন আগে দলের ক্যাম্পে যোগ দিবেন তিনি। সে জানে, তাকে কী করতে হবে। আর আমরা দেখবো, সে কেমন খেলে।’

এআর

Wordbridge School
Link copied!