• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাল বিসিবির বার্ষিক সাধারণ সভা


ক্রীড়া ডেস্ক মার্চ ৩০, ২০২৪, ০৪:৫৫ পিএম
কাল বিসিবির বার্ষিক সাধারণ সভা

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল কাঙ্ক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার। দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিসিবির এজিএম।

দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিসিবির এজিএম। 

আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদকালীন সময়ে দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে।

সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর বিসিবিতে৷ প্রত্যেক কাউন্সিলরকে বিসিবি এবার নগদ ৫০ হাজার টাকা ও আইপ্যাড উপহার দেবে৷

এআর

Wordbridge School
Link copied!