• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অজিদের কাছে টি টোয়েন্টিতেও ধবলধোলাই বাংলাদেশ  


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৪, ০৩:১৭ পিএম
অজিদের কাছে টি টোয়েন্টিতেও ধবলধোলাই বাংলাদেশ  

ঢাকা: অস্ট্রেলিয়ার সামনে কোনোভাবেই দাঁড়াতে পারলনা বাংলাদেশ নারী দল। অজিদের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতেও একই হাল টাইগ্রেসদের। শেষ টি টোয়েন্টিতে নিগার সুলতানারা উড়ে গেছে ৭৭ রানে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারায় টাইগ্রেসরা। অজিদের বোলিং তাণ্ডবে ৪০ রানের আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।  

দিলারা, ১২, মুরশিদা খাতুন ১, রিতু মণি ১০ , স্বর্ণা আক্তার ০, রাবেয়া খান ১, ফাহিমা খাতুন ১১, শরিফা খাতুন ০ রানে আউট হয়ে গেলে অধিনায়ক নিগার সুলতানা কিছুটা হলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জ্যোতি ৩১ বলে ৩২ রান করে আউট হন। 

সবকটি উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ৭৮ রানে ইনিংস শেষ হয় বাংলাদেশের। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সবকটিতে হেরে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নাদিয়া আক্তারের বোলিংয়ে দিশেহারা অজি নারী দল। নাদিয়া একাই নিয়েছেন তিন উইকেট। অজি অধিনায়ক অ্যালিসা হিলি ২৯ বলে ৪৫ রান করলেও বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। 

বেথ মুনি ১০, এলিস পের ৮, অ্যাশলে গার্ডনার ১৬ , গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়্যারহ্যাম ৪ রান করলেও তাহলিয়া ম্যাকগ্রা বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালান।  ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে হ্যারিস ১১ বলের ১৯ রানের তাণ্তে ১৫৫ রানে ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার।

এআর

Wordbridge School
Link copied!