• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি


ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০২৪, ০৪:০৪ পিএম
এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে সংক্ষিপ্ত ক্রিকেটের নবম আসর। ২৯ দিনের এই টুর্নামেন্টের ম্যাচগুলোর ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের আছে ছয়টি শহর।

সূচি অনুযায়ী, আগামী ২ জুন যুক্তরাষ্ট্রের শহর ডালাসে হবে আসরের উদ্বোধনী ম্যাচ। যেখানে মুখোমুখি হবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও তাদের প্রতিবেশী দেশ কানাডা। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।

বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ জুন। প্রথম ম্যাচের ভেন্যু ডালাসেই হবে ম্যাচটি। ১০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জুন নেপালের মুখোমুখি হবে টাইগাররা। আর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৯ জুন, নিউইয়র্কে।

দেখি নিন সূচি:

এআর
 

Wordbridge School
Link copied!