• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রীড়ায় বরাদ্দ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি


ক্রীড়া ডেস্ক জুন ৬, ২০২৪, ০৬:১০ পিএম
ক্রীড়ায় বরাদ্দ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি

ঢাকা:  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩ টায় নতুন বাজেট প্রস্তাব পেশ শুরু করে সাড়ে ৪টার দিকে শেষ করেন।

ক্রীড়া খাতে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ২১১ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই খাতের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৩০৯ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে সেটা বাড়িয়ে করা হয় ১ হাজার ৫২৩ কোটি টাকা। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট বেড়েছে প্রায় ৭ হাজার কোটি।

যুব ও ক্রীড়া ক্ষেত্র নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, 'শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে।'

পাশপাশি, খেলোয়াড়দের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া দল প্রেরণ ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে।

অনেক সমস্যা ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে চলেছে। গত কয়েক বছরে তরুণরা ক্রীড়াঙ্গনকে বেশ কয়েকটি চিত্তাকর্ষক জয় উপহার দিয়েছে। সবমিলিয়ে এই বরাদ্দ ক্রীড়াখাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবীদরা। 

এআর

Wordbridge School
Link copied!