• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মায়ামিতে নেইমারের খেলার গুঞ্জন, মুখ খুললেন মেসি


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৪, ০৪:১৩ পিএম
মায়ামিতে নেইমারের খেলার গুঞ্জন, মুখ খুললেন মেসি

ঢাকা : লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের সমন্বয়ে গড়া আক্রমণভাগকে মনে করা হয় ইতিহাসের সেরা। একসময় বার্সা মাতানো এই তিন তারকাকে ফের একসঙ্গে খেলতে দেখার ইচ্ছে ভক্তদের। সুয়ারেজ ও মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর সেই সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এবার নেইমারের মায়ামিতের যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনের জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি। নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেন,‘আমার এবং নেইমারের প্রায়ই কথা হয়। এমনকি লুইস সুয়ারেজসহ আমরা তিনজন গ্রুপ চ্যাটে কথা বলি। নেইমার শুদ্ধ স্প্যানিশে কথা বলে। তাকে ইন্টার মায়ামিতে টানা নিয়ে বার্তা? নাহ্‌, আমি জানি না।’

মেসি আরও যোগ করেন, ‘সত্যি হচ্ছে, বিষয়টা এখন কঠিন। সে এখন সৌদি আরবে। আমার ধারণা, সেখানে এখনও তার চুক্তির এক বছর বাকি আছে। সে কঠিন একটা বছর পার করেছে, যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে। বিষয়টা এখন কঠিনই। আমি জানি না। জীবন এত বেশি মোড় নেয় যে এখানে যেকোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয়, এই মুহূর্তে উত্তর হচ্ছে, না।’

নিজের ক্লাব ক্যারিয়ারের শুরু থেকেই বার্সায় ছিলেন মেসি। ২০১৩-১৪ মৌসুমে সেখানে তার সঙ্গী হন নেইমার। পরের মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন সুয়ারেজ। ওই মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখে এই ত্রয়ী। পরে আরও দুই মৌসুম তারা খেলেন একসঙ্গে। মাঝে মেসি ও নেইমার একসঙ্গে পিএসজিতে খেললেও ছিলেন না সুয়ারেজ।

এমটিআই

 

 

Wordbridge School
Link copied!