• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

৩০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৪, ০৬:৪১ এএম
৩০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৩৭তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ- নেপাল ক্রিকেট দল। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলেই সরাসরি বিশ্বকাপের কোয়াটার ফাইনালে চলে যাবে বাংলাদেশ।

সোমবার (১৭ জুন) ভোরে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিসেন্টের অ্যারনস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস।

ষষ্ঠ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

৫.৫ ওভারে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন চাপের মুখে পড়েছে বাংলাদেশ। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

নেপাল: কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুন্দীপ জোরা, সন্দীপ লামিছানে ও অবিনাশ বোহারা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

এমটিআই

Wordbridge School
Link copied!