• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে বাংলাদেশের সফরসূচি চূড়ান্ত


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০২৪, ১১:২২ পিএম
ভারতে বাংলাদেশের সফরসূচি চূড়ান্ত

ঢাকা : চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফর করার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) দুটি সিরিজের কথা থাকলেও এতদিন সূচি নির্ধারিত হয়নি।

অবশেষে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির দুটি সিরিজের সূচি চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সাদা পোশাকের ক্রিকেট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

৬ অক্টোবর ধর্মশালায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৯ এবং ১২ অক্টোবর যথাক্রমে দিল্লি ও হায়দরাবাদে।

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট, ১৯-২৩ সেপ্টেম্বর, চেন্নাই

দ্বিতীয় টেস্ট, ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর, কানপুর

টি-টোয়েন্টি সিরিজ

প্রথম টি-টোয়েন্টি, ৬ অক্টোবর, ধর্মশালা

দ্বিতীয় টি-টোয়েন্টি, ৯ অক্টোবর, দিল্লি

তৃতীয় টি-টোয়েন্টি, ১২ অক্টোবর, হায়দরাবাদ

এমটিআই

Wordbridge School
Link copied!