• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাটলার তাণ্ডবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০২৪, ১১:১৯ পিএম
বাটলার তাণ্ডবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড

ঢাকা: জস বাটলারের বিস্ফোরক ইনিংসে ইংল্যান্ড জিতল অনায়াসে। উঠে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে।বারবাডোজে রোববার সুপার এইটের ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের জয় ১০ উইকেটে।

৬ বলের মধ্যে শূন্য রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করতে ইংল্যান্ডের লক্ষ্য ছুঁতে হতো ১৮.৪ ওভারের মধ্যে। তাদের লাগে কেবল ৯.৪ ওভার।

রোববার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ব্রিংটনে টস হেরে আগে ব্যাট করে ক্রিস জর্ডানের গতির মুখে পড়ে ১৮.৫ ওভারে ১১৫ রানেই অলআউট যুক্তরাষ্ট্র। 

টার্গেট তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড দলের জয়ে ৩৮ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক জস বাটলার। ২১ বলে ২৫ রান করেন ফিল স্টট।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই এক উইকেটে ৪৩ রান করে ভালো পজিশনেই ছিল যুক্তরাষ্ট্র। এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে পুরো বিশ ওভার খেলা সম্ভব হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নীতিশ কুমার। ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন।

ইংল্যান্ডের হয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রানেই ৫ উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট নেন আদিল রশিদ ও স্যাম কারান।

এআর

Wordbridge School
Link copied!