• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

কোপার ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির


ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৪, ১২:৪৩ পিএম
কোপার ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির

ঢাকা : কোপা-বিশ্বকাপ-কোপা, পরপর এই তিনটি শিরোপা জিতে অনন্য এক নজির গড়েছে আর্জেন্টিনা। মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি। শুধু ইউরোপের দেশ স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের নজির গড়েছিল।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দারুণ এক দল গড়ে তুলেছেন আর্জেন্টিনা ইতিহাসের সফলতম কোচ লিওনেল স্কালোনি। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে খাদের কিনারা থেকে উঠে ২০২১ সালে প্রথমে কোপা আমেরিকা এবং পরে বিশ্বকাপ জয় করে আলবিসেলেস্তেরা।

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর একটা মনোবল ভেঙে পড়া দল পেয়েছিলেন স্কালোনি। সে দলকেই ঘষেমেজে ২০২১ সালে কোপার শিরোপা জয় করেন তিনি। যার মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনার।

এরপর ২০২২ সালে প্রথমে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা ও কাতারের মাটিতে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে তখন উচ্ছ্বাসে ভাসে আলবিসেলেস্তেরা।

সে ধারা ধরে রেখে এবার ফের কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফাইনালের অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে কলম্বিয়াকে কাঁদিয়ে ফের কোপার চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়ারা। আর পরপর তিন শিরোপা জিতে এখন অনন্য এক রেকর্ডের মালিক আলবিসেলেস্তেরা।

এমটিআই

Wordbridge School
Link copied!