• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্যারিস অলিম্পিক

তৃতীয়দিন পর্যন্ত পদক তালিকায় শীর্ষে জাপান


ক্রীড়া ডেস্ক জুলাই ৩০, ২০২৪, ০৩:৫৯ পিএম
তৃতীয়দিন পর্যন্ত পদক তালিকায় শীর্ষে জাপান

ঢাকা: প্যারিস অলিম্পিকে চীন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সবার চেয়ে এগিয়ে জাপান। সূর্যোদয়ের দেশের অ্যাথলেটরা তৃতীয় দিন শেষে জাপানকে উপহার দিয়েছে মোট ৬টি স্বর্ণ পদক। সব মিলিয়ে ১২টি। এর মধ্যে ২টি রৌপ্য এবং ৪টি তাম্র বা ব্রোঞ্জ পদক।

স্বাগতিক ফ্রান্সও পদকের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতা অব্যাহত রেখেছে। তৃতীয় দিন শেষে চারটি দেশ সমান ৫টি করে স্বর্ণ জিতলেও মোট ১৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ফ্রান্স। ৮টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ জয় করেন দেশটির অ্যাথলেটরা।

৫টি করে স্বর্ণ জিতেছে চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াও। এর মধ্যে মোট ১২টি পদক নিয়ে চীন তৃতীয়, ৯টি করে পদক নিয়ে অস্ট্রেলিয়ায় চতুর্থ এবং দক্ষিণ কোরিয়া রয়েছে পঞ্চম স্থানে।

শীর্ষে থাকা জাপানের অ্যাথলেটরা জুডোতে দুটি, স্টেকবোর্ডিংয়ে ২টি, ফেন্সিং এবং জিমন্যাস্টিকসে ১টি করে স্বর্ণ জিতেছে তারা। তৃতীয় দিন পর্যন্ত স্বর্ণ পদকজয়ী দেশ হলো ১৭টি। যুক্তরাষ্ট্র জিতেছে ৩টি স্বর্ণ পদক। ৫টি দেশ জিতেছে ২টি করে স্বর্ণ। ১টি করে স্বর্ণ জিতেছে ৬টি দেশ।

রৌপ্য পদক জয় করেছে ৭টি দেশের অ্যাথলেটরা। আর শুধুমাত্র ব্রোঞ্জ পদক জয় করেছে ১২টি দেশের অ্যাথলেটরা। সব মিলিয়ে পদক তালিকায় নাম তুলতে পেরেছে ৩৬টি দেশের অ্যাথলেটরা।

এআর

Wordbridge School
Link copied!