• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলের জয়


ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২৪, ০৯:০৮ পিএম
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপি দলের জয়

ঢাকা: বড় জয়ে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ শুরু করল বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়া সফরে বৃহস্পতিবার প্রথম এক দিনের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ১১২ রানে হারাল আফিফ হোসেনের নেতৃত্বাধীন দল। ডারইনের টিআইও স্টেডিয়ামে ২৫১ রানের লক্ষ্যে ৪৮ বল বাকি থাকতেই ১৩৮ রানে গুটিয়ে যায় স্থানীয় দল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তানজিদ। আরেক ওপেনার পারভেজ করেন ৪৭ রান। আট নম্বরে নেমে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার। পরে বল হাতে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়ে তোলেন দুই বাঁহাতি তানজিদ ও পারভেজ। ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ২০তম ওভারে আউট হন পারভেজ। টিকতে পারেননি তিন নম্বরে নামা জিসান আলম।

তিন ওভারের মধ্যে জিসান ও তানজিদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এইচপি। ৬৪ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তানজিদ। একটি করে চার-ছক্কায় ১৩ বলে ১১ রান করেন জিসান।

অধিনায়ক আফিফ থামেন দুই অঙ্কের আগে। ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারার হতাশায় পোড়েন আকবর আলি (২৬), শামিম হোসেন (২০), মাহফুজুর রহমান রাব্বিরা (১৭)। দুইশর আগে ৬ উইকেট হারিয়ে ফেলে এইচপি।

পরে ৪১ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংস খেলে দলকে আড়াইশ রানে নিয়ে যান আবু হায়দার। প্রথম উইকেটের পর আর কোনো জুটিতে আসেনি পঞ্চাশ রান।

নর্দার্ন টেরিটরির পক্ষে ৪ উইকেট নেন হ্যামিশ মার্টিন।

পরে বল হাতে আড়াইশ রানের পুঁজিকে নর্দার্ন টেরিটরির জন্য অনেক বড় করে তোলেন আবু হায়দার, মুকিদুল ইসলামরা। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্থানীয় দলটি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

নিজেদের মধ্যে প্রথম ৪ উইকেট ভাগাভাগি করেন আবু হায়দার ও মুকিদুল। এরপর যোগ দেন দুই বাঁহাতি স্পিনার রকিবুল ইসলাম ও মাহফুজুর। তারাও ধরেন ২টি করে শিকার। ১০ ওভারে মাত্র ২৭ রান দেন রকিবুল। ৭ ওভারে মাহফুজুরের খরচ ১৭ রান।

নর্দার্ন টেরিটরির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জ্যাকব ডিকম্যান। আর কোনো ব্যাটসম্যান ১৭ রানের বেশি করতে পারেননি। আগামী মঙ্গলবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি।

এআর

Wordbridge School
Link copied!