• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছুরিকাহত ইয়ামালের বাবা, গ্রেপ্তার ৩


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৫, ২০২৪, ০৬:১৪ পিএম
ছুরিকাহত ইয়ামালের বাবা, গ্রেপ্তার ৩

ঢাকা: স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়িকে ছুরিকাহতের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাতালান পুলিশ আরও একজনকে খুঁজছে।

স্পেনের সংবাদমাধ্যম লা ভ্যানগার্দিয়া জানিয়েছে, কাতালুনিয়ার মাতারো অঞ্চলে ছুরিকাহত হন নাসরাউয়ি। নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে একটি জায়গায় গাড়ি পার্ক করার সময় এই ঘটনা ঘটে। 

সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর তারাই ফিরে এসে তাকে আক্রমণ করে ছুরি মারেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরির আঘাত করা হয়েছে।

এ মুহূর্তে মাতারো শহরের কান রুতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নাসারাউয়ি। গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল বলেই জানা গেছে। তবে এ ব্যাপারে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

গ্রেপ্তারকৃতদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে চতুর্থ ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করার ব্যাপারে কাজ করে যাচ্ছে মাতারো পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশের তদন্তকারীরা নাসারাউয়ির সঙ্গে কথা বলেনি। তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হলেই পুলিশ তার জবানবন্দী নেবে।

এই ঘটনাটি শুধু কথা-কাটাকাটির কারণেই হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, আক্রমণকারীরা নাসারাউয়ির পূর্ব পরিচিত কি না, ছুরিকাহতের পেছনে অতীত শত্রুতার ব্যাপার আছে কি না-সব খতিয়ে দেখা হবে।

২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় লামিনে ইয়ামালের। দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েই ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন।

এআর

Wordbridge School
Link copied!