• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ম্যাচ সেরার পুরস্কারের টাকা বন্যার্তদের দেবেন মুশফিক


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৫, ২০২৪, ০৪:৪৩ পিএম
ম্যাচ সেরার পুরস্কারের টাকা বন্যার্তদের দেবেন মুশফিক

ঢাকা: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। 

১৯১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। এই পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ তিনি বিলিয়ে দেবেন ফেনী ও নোয়াখালীসহ বাংলাদেশের বন্যায় আক্রান্তদের সহায়তায়।

রোববার (২৫ আগষ্ট) অবিস্মরণীয় জয়ের পর এই ঘোষণা দেন মুশফিক। জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টেও একটি পোস্ট দিয়েছেন মি. ডিপেন্ডেবেল। সেখানে এই তারকা ব্যাটার লেখেন, ‘এই জয় বাংলাদেশের সকল মানুষের।’ 

রাওয়ালপিন্ডিতে টেস্টের প্রথম দিনের খেলা বেশিরভাগই বৃষ্টির কবলে পড়ে ভেস্তে যায়। দিনের শেষের ভাগে টসে হেরে ব্যাটিং করতে নামে পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষ সেশন পর্যন্ত ব্যাটিং করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শান মাসুদ। 

ওই দিনই শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতকিরা। তাদের লক্ষ্য ছিল এই সময়ে দুয়েকটি উইকেট তুলে নেওয়া। তবে সেই ইচ্ছা পূরণ হতে দেননি বাংলাদেশের দুই ওপেনার। 

বাংলাদেশ পুরো তৃতীয় দিন ও চতুর্থ দিনের শেষ বিকেল পর্যন্ত ব্যাটিং করে ৫৬৫ রানে অলআউট হয়। এই সময়ে দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে ছিলেন মুশফিক। কার্যকরী সব জুটি গড়েছেন সাদমান ইসলাম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের নিয়ে। শেষ পর্যন্ত সম্ভাবনা জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরিরও। তবে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিশ্চয়ই এবার ম্যাচ জয়ের আনন্দে মুছে যাওয়ার কথা মি. ডিপেন্ডেবলের।

এআর

Wordbridge School
Link copied!